নিজস্ব প্রতিবেদক
দিনাজপুরের বীরগঞ্জে যুব কল্যাণ পরিষদ এর ২য় সহায়তা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (০৫/০৫/২০২৫) উপজেলার ৩নং শতগ্রাম ইউনিয়নের কিসামত খড়িকাদাম এলাকার বাসিন্দা আজগর আলী ও তার স্ত্রী প্রায় ২০ বছর ধরে অসুস্থতায় ভুগছেন। বর্তমানে আর্থিক ভাবে পরিবাটি করুণ অবস্থায় জীবন যাপন করছে। এখন পরিবারের দু্ইজন সদস্যই অসুস্থ। তার ছেলে সন্তান থাকলেও বর্তমানে সে স্ত্রী, সন্তান নিয়ে ঢাকায় রয়েছে ।
পরিবারটিকে যুব কল্যাণ পরিষদ কতৃক বিভিন্ন খাদ্যসামগ্রী প্রদান করেছে। খেটে খাওয়ার মত সামর্থ্য না থাকায় গত কয়েক বছর থেকে মানুষের দারে দারে ঘুরে চেয়ে কোনরকম জীবন বাঁচাতো। বর্তমানে করুন দুর্দশায় দাঁড়িয়ে আছে অহায় দুস্থ পরিবারটি।
এ সময় উপস্থিত ছিলেন বীরগঞ্জ উপজেলার তিন বারের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক মো: মতিউল ইসলাম, যুব কল্যাণ পরিষদের সভাপতি মো: মুসলিম হাসান লিমন, সাধারণ সম্পাদক মো: শাহ জালাল সহ সংগঠনের সদস্যবৃন্দ ।