নিজস্ব প্রতিবেদক
দিনাজপর জেলার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কার্যালয়ের নিয়মিত অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার (২০ মে-২০২৫) সকাল ৭ টায় ডিএনসি’র পরিদর্শক মোহাম্মদ আবুল কাশেম এর নেতৃত্বে এবং গোপন সংবাদের ভিত্তিতে, দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল গেটের সামনে ফুলবাড়ী-দিনাজপুর মহাসড়কের দক্ষিন পার্শ্বে হানিফ পরিবহন বাসের ভিতর তল্লাশি করে, এ্যামফিটামিনযুক্ত ১০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্বার করা হয়েছে।
উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট গুলো দিনাজপুর পৌরসভার ৩ নং ওয়ার্ডের গনেশতলা রায় সাহেব বাড়ির মৃত নিজাম উদ্দিন এর ছেলে মোঃ ইকবাল (৭০) এর নিকট পাওয়া যায়। উদ্ধারকৃত ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেটের আনুমানিক মূল্য দেখানো হয়েছে ৫,০০০০০/- (পাঁচ লক্ষ) টাকা।
এ বিষয়ে দিনাজপুর কোতয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন- ২০১৮ এর ৩৬ (১) সারণির ১০ (ক) ধারায় মোঃ ইকবাল (৭০)-কে আসামি করে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
এই অভিযানের বিষয় সম্পর্কে নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দিনাজপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ রাকিবুজ্জামান।