নিজস্ব প্রতিবেদক
দিনাজপুরের বীরগঞ্জে বালুবাহী ড্রাম্পট্রাক ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত ও ১ জন গুরুতর আহত হয়েছেন।
আজ বুধবার (৫ মার্চ) সন্ধ্যায় উপজেলার কল্যাণীহাট সংলগ্ন বাইশ মাইল ব্রীজে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হলেন, বোচাগঞ্জ উপজেলার ৫নং ছাতইল ইউনিয়নের নারইল গ্রামের সেদেমের ছেলে বিমল রায় (৫০) ও আহত হলেন একই এলাকার স্বপন রায় (২৪)।
জানা গেছে, উপজেলার মোহনপুর ইউনিয়নে আশীর্বাদী অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে বীরগঞ্জ-খানসামা আঞ্চলিক মহাসড়কে বালুবাহী ড্রাম্পট্রাকের সঙ্গে মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ঘটনা স্থলে বিমল মারা যান।
পরবর্তীতে গুরুতর অবস্থায় একজন দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। এ সময় বিক্ষুপ্ত জনতা ঘাতক ড্রাম্পট্রাকটি আটক করে।
বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল গফুর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।