নিজস্ব প্রতিবেদক
দিনাজপুরের বীরগঞ্জে ২৭৮ তম কর্মসংস্থান ব্যাংকের শাখা উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২১ মে) বিকেলে বীরগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে কর্মসংস্থান ব্যাংক বীরগঞ্জ উপজেলা শাখার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব ও কর্মসংস্থান ব্যাংকের চেয়ারম্যান ড. এ এফ এম মতিউর রহমান। অনুষ্ঠান শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কর্মসংস্থান ব্যাংকের মহাব্যবস্থাপক মো: আমিনুল ইসলাম। কর্মসংস্থান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক অরুন চন্দ্র কুমার চৌধুরীর সভাপতিত্বে ও কর্মসংস্থান ব্যাংকের উপ-মহা ব্যবস্থাপক মো: মশিউর রহমানের সঞ্চলনায়
এ-সময় বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল গফুর, উপজেলা প্রকৌশলী জিবরিল আহমেদ, সমাজসেবা অফিসার তরিকুল ইসলাম, মহিলা বিষয়ক অফিসার নিবেদিতা রায়, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের সহকারী প্রকৌশলী আবু সাদাত মোহাম্মদ সায়েম, বীরগঞ্জ কর্মসংস্থান ব্যাংকের ব্যবস্থাপক মো: খায়রুল আনাম সিদ্দিকী,স্থানীয় সাংবাদিকবৃন্দ, এবং সেবাগ্রহতা, বিভিন্ন উদ্যোক্তাউপস্থিত ছিলেন।
এসময় এক নারী উদ্যোক্তার মাঝে দুই লাখ টাকার চেক প্রদান করেন প্রধান কর্মসংস্থান ব্যাংকের চেয়ারম্যান ড. এ এফ এম মতিউর রহমান।
বীরগঞ্জ কর্মসংস্থান ব্যাংকের ব্যবস্থাপক মো: খায়রুল আনাম সিদ্দিকী বলেন,১৯৯৮ সালে কর্মসংস্থান ব্যাংকের শুভ যাত্রা শুরু হয়।” বেকার যুবদের আত্মকর্মসংস্থান আন্তর্জাতিক উন্নয়নে অবদান রাখতে বীরগঞ্জ সরকারি কলজে রোডস্থ এম,কে টাওয়ারের ২য় তলায় ২৭৮ তম কর্মসংস্থান ব্যাংক এর শুভ সূচনা হতে যাচ্ছে। কর্মসংস্থান ব্যাংক উপজেলায় বিভিন্ন উদ্যোক্তাদের পাশে থাকবে।