নিজস্ব প্রতিবেদক
দিনাজপুরের বীরগঞ্জে চাঁদাবাজী মামলায় জামিন নিতে গিয়ে আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে বীরগঞ্জ যুবদলের যুগ্ম আহ্বায়ক শাকিল কে।
এর আগে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রাসেল ইসলামকে (৪০) চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশের সদস্যরা। গত বুধবার বিকেলে উপজেলার থানা মার্কেট এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
গত মঙ্গলবার রাত আটটায় রাসেল ইসলাম ছয় থেকে সাতজন অনুসারী নিয়ে সুজালপুর বর্ষা আমতলী এলাকায় বাংলাদেশ খামার পার্কে(গরুর খামার) যায়। সেখানে খামারের মালিক হাফিজা খাতুন ও তাঁর স্বামী তৌফিক হাসানকে বিভিন্ন হুমকি ধামকি দেয়। দুই লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না পেলে খামার বন্ধ করে দেওয়ার হুমকিও দেয়। পরে তাদের কাছে থাকা নগদ ৬০ হাজার টাকা নেন। অবশিষ্ট টাকা দুই একদিনের মধ্যে পরিশোধ না করলে খামারের কার্যক্রম বন্ধ করে দেবার হুমকি দিয়ে স্থান ত্যাগ করে।
বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল গফুর বীরগঞ্জ নিউজ২৪ কে বিষয়টি নিশ্চিত করে বলেন, আদালত জামিন নামঞ্জুর করে শাকিলকে আদালতে প্রেরণ করেন।