নিজস্ব প্রতিবেদক
দিনাজপুরের বীরগঞ্জে নানা কর্মসূচীর মধ্যদিয়ে যথাযথ মর্যাদায় পালিত হয়েছে আন্তর্জাতিক শ্রমিক দিবস ও মহান মে দিবস।
দিবসটি উপলক্ষ্যে বৃহস্পতিবার(১ মে) সকাল ১১টায় দিনাজপুরের বীরগঞ্জে জামায়াতে ইসলামীর অঙ্গসংগঠন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, জাতীয়তাবাদী দল বিএনপি,পৌর বিএনপি, নির্মাণ শ্রমিক, মটর পরিবহন শ্রমিক ,রিকশা-ভ্যান শ্রমিক এবং বিদ্যুৎ শ্রমিক, অটোবাইক শ্রমিক ইউনিয়নসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন মহান মে ও আন্তর্জাতিক শ্রমিক দিবস পৃথক পৃথক ভাবে পালন করেছে।
উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপি’র সাধারণ সম্পাদক আলহাজ্ব জাকির হোসেন ধলু’র নেতৃত্বে বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীর আয়োজনে এক বর্ণাঢ্য র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনার চত্বরে সমাবেশ করে, একইভাবে আলহাজ্ব আমিরুল বাহারের নেতৃত্বে পৌর বিএনপি’র নেতৃবৃন্দরাও পৃথক কর্মসূচি পালন করেছে, বক্তব্য দেন যুবদলের আহবায়ক আলহাজ্ব তানভীর চৌধুরী, যুগ্ন আহ্বায়ক আসাদুল ইসলাম দুলাল, আব্দুল জব্বার সহ অন্যান্যরা।
অপরদিকে গোলাপগঞ্জ, ঝাড়বাড়ি, কবিরাজ, ও ভবানী ডাঙ্গাহাটের প্রত্যন্ত এলাকার শ্রমিক সংগঠনের ইউনিট গুলোতে অধিকার আদায়ের জন্য আন্তর্জাতিক শ্রমিক দিবসটি গুরুত্বের পালন করেছে।