নিজস্ব প্রতিবেদক
দিনাজপুরে লিচু গলায় আটকে ৬ মাসের শিশুর মৃত্যু হয়েছে।
দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলার নাফানগর গ্রামে হৃদয়বিদারক একটি ঘটনা ঘটেছে। মাত্র ছয় মাস বয়সী এক নিষ্পাপ শিশু লিচু গলায় আটকে মৃত্যুবরণ করেছে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে শিশুটিকে পরিবারের একজন সদস্য খাওয়ানোর চেষ্টা করছিলেন। ওই সময় ভুলবশত একটি লিচু শিশুর গলায় আটকে যায়।
দ্রুত শিশুটির শ্বাস-প্রশ্বাস বন্ধ হয়ে আসে এবং পরিবারের সদস্যরা তাকে তাৎক্ষণিকভাবে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু পথেই শিশুটি নিথর হয়ে যায়। চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় পুরো এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। শিশুটির পরিবার অসহায়ভাবে বলছে, “এক মুহূর্তের অসতর্কতায় আমাদের সবকিছু শেষ হয়ে গেল।” প্রতিবেশীরা জানান, শিশুটি ছিল পরিবারের একমাত্র সন্তান, যার আগমনে ঘরে আনন্দের বন্যা বইছিল। সেই ঘর এখন নিস্তব্ধ, চারপাশে শুধুই কান্নার শব্দ।
বিশেষজ্ঞরা বলছেন, শিশুদের খাওয়ানোর সময় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা অত্যন্ত জরুরি। ছয় মাসের কম বয়সী শিশুরা সাধারণত কঠিন খাবার খাওয়ার জন্য প্রস্তুত নয়, তাই তাদের জন্য বয়স উপযোগী খাদ্য নিশ্চিত করতে হবে।
এই ঘটনা যেন অন্য পরিবারের জন্য সতর্কতা হয়ে দাঁড়ায়—এমনটাই প্রত্যাশা সবার। একটুখানি অসতর্কতা যে কী ভয়াবহ পরিণতি আনতে পারে, নাফানগরের এই ঘটনাই তার জ্বলন্ত উদাহরণ।