শনিবার (২৪ মে ২০২৫) বিকাল ৫ টার দিকে বীরগঞ্জ উপজেলার নাগরগঞ্জে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিক ভাবে উদ্ধার করে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃত ব্যক্তি হলেন- ঠাকুরগাঁওয়ের ভুল্লী থানার ৫নং ছোট বালিয়া ইউনিয়নের বানিয়া পাড়ার জ্যোতিষ চন্দ্র বর্মনের ছেলে একাদশ শ্রেণীর ছাত্র ও লিচু শ্রমিক নারায়ণ চন্দ্র বর্মন (২০)। আহত হলেন- ঠাকুরগাঁওয়ের ভুল্লি থানার রঞ্জিতের রায়ের ছেলে বকুল চন্দ্র বর্মন (১৯), তিনি বর্তমানে দিনাজপুর মেডিকেলে ভর্তি আছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, নাগরি-সাগরি গ্রামের মুর্তজার বাগান তরিকুল ইসলাম নামক ব্যক্তি চুক্তি করে নিয়েছে। তার মাধ্যমে লিচু পাড়ার শ্রমিক হিসেবে কাজ করতে গিয়ে, গাছের উপর বিদ্যুৎ এর তারের সঙ্গে সংস্পর্শে শকের মাধ্যমে মৃত্যু হয়েছে।
বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল গফুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।