নিজস্ব প্রতিবেদক
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় ভূমি মেলা ২০২৫-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তানভীর আহমেদ।
উপজেলা ভূমি অফিসের আয়োজনে এবং ভূমি মন্ত্রণালয়, ভূমি সংস্কার বোর্ড ও ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের সহযোগিতায় এই সেবা কার্যক্রম চালু করা হয়।
রবিবার (২৫ মে ২০২৫) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর আহম্মেদ এর নেতৃত্বে পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।
র্যালি শেষে উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভায় সহকারী কমিশনার (ভূমি) দীপংকর বর্মণ এর সঞ্চালনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর আহম্মেদ বলেন, ভূমি উন্নয়ন কর প্রদান ও জমির যথাযথ রক্ষণাবেক্ষণ প্রতিটি নাগরিকের দায়িত্ব। ‘নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি , নিজের জমি সুরক্ষিত রাখি —এই প্রতিপাদ্য বিষয়টি সামনে রেখে ভূমি মেলার আয়োজন করা হয়েছে। সরকার ভূমি ব্যবস্থাপনায় প্রযুক্তিনির্ভর আধুনিক ও স্বচ্ছ সেবা নিশ্চিত করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। এখন নামজারি, খতিয়ান যাচাই, মৌজা মানচিত্র প্রাপ্তি এবং ভূমি উন্নয়ন কর প্রদানের মতো কাজগুলো ঘরে বসেই অনলাইনে সম্পন্ন করা সম্ভব। সাধারণ মানুষ যেন দালালদের ফাঁদে না পড়ে এবং সঠিক সেবা পায়, সেজন্যই এই ভূমি মেলার মাধ্যমে জনগণের মাঝে সচেতনতা বাড়ানো হচ্ছে।
উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন বীরগঞ্জ থানার ওসি (তদন্ত) মোঃ সিহাব, বীর মুক্তিযোদ্ধা মোঃ কবিরুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন (ধলু), উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ক্বারী আজিজুর রহমান এবং বৈষম্য বিরোধী আন্দোলনের জেলা যুগ্ম আহ্বায়ক মোঃ আলামিন হোসেন প্রমুখ।