নিজস্ব প্রতিবেদক
রবিবার (২৫ মে ২০২৫) সকাল ১০:০০ ঘটিকায় দিনাজপুর জেলা পুলিশ লাইন্সের মাল্টিপারপাস সেডে অত্র জেলার বিভিন্ন ইউনিটের নারী পুলিশ সদস্যদের অংশগ্রহণে কিট প্যারেড অনুষ্ঠিত হয়। কিট প্যারেড পরিদর্শন করেন দিনাজপুর জেলা মান্যবর পুলিশ সুপার মোঃ মারুফাত হুসাইন।
পুলিশ সুপার কিট প্যারেড অংশগ্রহণকারী পুলিশ সদস্যদেরকে বাংলাদেশ পুলিশ বাহিনীর ড্রেস রুলস অনুসরণ পূর্বক উত্তম পোশাক পরিধান, কিট সামগ্রীর যথাযথ ব্যবহার ও পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, পুলিশ বাহিনীর সদস্য হিসেবে সুশৃঙ্খল জীবন যাপনসহ সততা ও পেশাদায়িত্বের সাথে দৈনন্দিন কাজ করার আহ্বান জানান।
কিট প্যারেডে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সিফাত-ই-রাব্বান ও দিনাজপুর সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।