দিনাজপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত

Share

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখার উদ্যোগে “প্রতিবাদ হোক সহিংসতার, নিশ্চিত হোক নারীর মানবাধিকার” এই শ্লোগানকে সামনে রেখে ৮মার্চ আন্তর্জাতিক নারী দিবস পালিত।

শনিবার (৮ মার্চ-২০২৫) সকাল ১০ টায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষ্যে বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখার আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় সম্মুখ সড়ক হতে র‌্যালী করে বাংলদেশ শিশু একাডেমী, দিনাজপুর চত্বরে গিয়ে শেষ হয় এবং জেলা প্রশাসনের আয়োজিত কর্মসূচীতে অংশগ্রহণ করে।

বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখা সামাজিক অনাচার প্রতিরোধ কমিটির সদস্যদের নিয়ে সংগঠনের কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখার সভাপতি ড. মারুফা বেগমের সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন জেলা শাখার সাধারণ সম্পাদক রুবিনা আকতার। তিনি বলেন, নারীর সম-অধিকার আদায়ের প্রত্যয়ে পূর্ণ ব্যক্ত করার অঙ্গীকার নিয়ে সারা বিশ্বে সকল দেশে যথাযথ মর্যাদায় পালিত হয় আন্তর্জাতিক নারী দিবস। সমতার প্রশ্নে নারীর প্রকৃত ক্ষমতায়ন ও সিদ্ধান্ত গ্রহণের বিষয়টি নানাভাবে প্রশ্নবিদ্ধ। সেই সাথে পালা দিয়ে বাড়ছে ধর্মীয় মৌলবাদী শক্তি। সেখানেও নারী সমাজকে অবচেতনে অন্ধকারকেই পরম বাতিঘর হিসাবে মনে করতে বাধ্য করা হচ্ছে। সেই সাথে বিভিন্নভাবে নারীর মানবাধিকার লঙ্ঘনের ঘটনাও ঘটছে। আমাদের দেশের নারীদের অবস্থা ও অবস্থানের ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন হলেও মৌলিক পরিবর্তন এখনো হয়নি। সরকার নারীর অধিকার প্রতিষ্ঠার জন্য বিভিন্ন আইন নীতিমালা প্রণয়ন করলেও তা এখনো আলোর মুখ দেখেনি। এই আইন ও নীতিমালার যথাযথ বাস্তবায়ন না হলে কাঙ্খিত লক্ষ্যে পৌছানো সম্ভবপর হবে না। সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারী পুরুষের সমান অংশগ্রহণ সম অংশীদারিত্ব না থাকলে অসমতার মূলে পরিবর্তন আসবে না। পাশাপাশি সম্পদ ও সম্পত্তিতে নারী পুরুষের সমান অধিকার নারীর ক্ষমতায়নের পূর্বশর্ত। এসব শর্ত পূরণ না হলে যে লক্ষ্য নিয়ে ৮ মার্চ এর যাত্রা শুরু করে তা পূরণ অসম্ভবপর। এ না পারার পেছনে সরকারের সদিচ্ছার অভাব, পাশাপাশি রন্ধ্রে রন্ধ্রে গেঁথে থাকা পুরুষতান্ত্রিক সমাজব্যবস্থা, বিশ্বায়নের নেতিবাচক প্রভাবের ফল, নারীকে পণ্য হিসেবে ব্যবহার, ধর্মীয় গোঁড়ামি ও অজ্ঞতা, মৌলবাদী শক্তির হুমকি এসবই মূলত দায়ি। সময় এসেছে নারী-পুরুষ বৈষম্যের অবস্থান নিরসন এর জন্য নারীর রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক ও পারিবারিক ক্ষমতায়নের বিষয়গুলোর দিকে বিশেষভাবে দৃষ্টি নিক্ষেপের ভিত্তিতে কর্মপরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করা। তাহলেই আন্তর্জাতিক নারী দিবস পালনের স্বার্থকতা আসবে।

উক্ত কর্মসূচীতে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখার সহ-সভাপতি মাহাবুবা খাতুন, মিনতি ঘোষ, সহ-সাধারণ সম্পাদক রুবি অফরোজ, অর্থ সম্পাদক শাহানাজ পারভীন, সাংগঠনিক সম্পাদক রাজিয়া সুলতানা পলি, প্রশিক্ষন গবেষণা ও পাঠাগার সম্পাদক রোকসানা -বিলকিস, প্রচার সম্পাদক শুক্লাকুন্ডু, সদস্য রেহেনা বেগম, শিবানী উড়াওসহ জেলা ও পাড়া কমিটির নেতৃবৃন্দ।

Recent Posts

আর্কাইভ

সকল ক্যাটাগরি

Related Articles

বীরগঞ্জে সংবাদ কর্মীদের নিয়ে জামায়াতের ইফতার মাহফিল

নিজস্ব প্রতিবেদক দিনাজপুরের বীরগঞ্জে সকল সংবাদ কর্মীদের নিয়ে জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত...

কাহারোলে মানবিক সংগঠন হাইয়্যা  আল ফালাহ এর উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ

নিজেস্ব প্রতিবেদক শুক্রবার (১৪ মার্চ) ২০২৫ দিনাজপুরের কাহারোলে মানিবক সংগঠন হাইয়্যা আল...

বীরগঞ্জে জমিসংক্রান্ত বিরোধে উভয় সংঘর্ষে নিহত ১, আটক ৫

নিজস্ব প্রতিবেদক দিনাজপুরে বীরগঞ্জে জমিসংক্রান্ত বিরোধ নিয়ে সংঘর্ষে আহত মো. মফিজুল ইসলাম...

বীরগঞ্জের নবাগত ইউএনও তানভীর আহমেদ শহীদ আল আমিনের কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন

নিজস্ব প্রতিবেদক দিনাজপুরে বীরগঞ্জে নবাগত ইউএনও তানভীর আহমেদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে...

দিনাজপুর জেলা ও বীরগঞ্জ উপজেলার সকল খবর পেতে আমাদের সাথে থাকুন।

নির্বাহী সম্পাদক: নাজমুল হাসান সাগর | প্রধান কার্যালয় : ঝাড়বাড়ী, বীরগঞ্জ, দিনাজপুর | ইমেইল: [email protected]

ওয়েবসাইটের লেখা/ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।