নিজস্ব প্রতিবেদক
দিনাজপুরের বিরলে ধান কাঁটা উৎসবের উদ্বোধন করেছেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
বৃহস্পতিবার (০৮.০৫.২০২৫) দুপুরে ধান কাঁটা কার্যক্রম উদ্বোধনের পর এক মতবিনিময় সভায় তিনি বলেন, বোরো ধান উৎপাদনে বরেন্দ্র এলাকায় সেচের পানির মূল্য আরও কমিয়ে উৎপাদন খরচ কমানো প্রয়োজন।
কৃষকের উৎপাদিত ফসলের সংরক্ষণের জন্য পরিকল্পনার কথা জানিয়ে উপদেষ্টা আরও বলেন, “আম, লিচু, টমেটোসহ বিভিন্ন ফসল সংরক্ষণের জন্য মিনি কোল্ডস্টোরেজ নির্মাণ করা হবে। এতে কৃষক ন্যায্যমূল্য পাবেন।”
তিনি জানান, আমের পাশাপাশি লিচু পরিবহনের জন্যও শীতাতপ নিয়ন্ত্রিত রেলবগি চালু করার উদ্যোগ নেওয়া হবে। ধান চাষে উৎসাহ দিয়ে তিনি বলেন, “কোনোভাবেই ধানের জমিতে আম-লিচু চাষ করা যাবে না। কৃষকরা ধান বেশি উৎপাদন করুন, সরকার সেই ধান-চাল কিনে নেবে। প্রয়োজন হলে বিদেশেও রপ্তানি করা হবে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ড. মো. আসাদ উজ জামান, দিনাজপুর জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম, পুলিশ সুপার মো. মারুফাত হুসাইন, এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. আফজাল হোসেন।