নিজস্ব প্রতিবেদক
দিনাজপুরের কাহারোলে আন্তর্জাতিক নার্সেস দিবস ২০২৫ পালিত হয়েছে।
১৮২০ সালে আজকের এই দিনে জন্ম হয় ‘The Lady with The Lamp ‘ খ্যাত ফ্লোরেন্স নাইটিঙ্গেলের (Florence Nightingale ),
যিনি ছিলেন আধুনিক নার্সিং এর প্রতিষ্ঠাতা ( Founder Of Modern Nursing )।
তাঁর জন্মদিনটি বিশ্ব নার্স দিবস (International Nurse Day) হিসাবে পালন করা হয়।
দিবসটির এ বছরের প্রতিপাদ্য,
“আমাদের নার্স, আমাদের ভবিষ্যত
নার্সিং পেশার উন্নতি, অর্থনৈতিক সমৃদ্ধি। ”
সোমবার (১২-০৫-২০২৫ ইং) কাহারোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে দুপুর ১২ ঘটিকায় আন্তর্জাতিক নার্সেস দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত আয়োজনে কেক কেটে উদযাপনের উদ্বোধনী কার্যক্রম শুরু করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, কাহারোল ডা.মো.মোস্তাফিজুর রহমান।
এ সময় তিনি তাঁর বক্তব্যে সিনিয়র স্টাফ নার্সগণের অক্লান্ত পরিশ্রমের জন্য আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন ও পাশাপাশি তাদের পেশাগত উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।
উল্লেখ্য, এ সময় আবাসিক মেডিকেল অফিসার ডা.তনিমা রায়, কনসালটেন্ট ( মেডিসিন) ডা.মো.মামুন অর রশীদ, অন্যান্য মেডিকেল অফিসারবৃন্দ, সিনিয়র স্টাফ নার্স ও মিডওয়াইফগণ এবং অত্র প্রতিষ্ঠানের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।