লোক প্রশাসন বিভাগের ৪৪তম আবর্তনের শিক্ষার্থী এ.এস.এম সায়েমকে সভাপতি ও ইতিহাস বিভাগের ৪৫তম আবর্তনের শিক্ষার্থী সোহানুর রহমান সোহানকে সাধারণ সম্পাদক করে আগামী ১বছরের জন্য ১০৪সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করেছে দিনাজপুর জেলা ছাত্রকল্যাণ সমিতি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। ২১ শে ফেব্রুয়ারী মধ্যরাতে শহীদ মিনারে পুষ্পার্পণের মাধ্যমে নতুন কমিটি তাদের যাত্রা শুরু করে। নতুন কমিটি ঘোষণা করেন গত কমিটির সাধারণ সম্পাদক রোহিত রায় সঞ্জু।

নতুন কমিটির সভাপতি এ.এস.এম সায়েম বলেন, জেলা সমিতিকে উজ্জীবিত করার পিছনে ৪৬,৪৭,৪৮ তম আবর্তনের ভূমিকা সবচেয়ে বেশি। তিনি এসময় সকলের সহযোগিতা কামনা করেন।
এছাড়া সাধারণ সম্পাদক সোহানুর রহমান সোহান বলেন, সকলকে সাথে নিয়ে জেলা ছাত্রকল্যাণ সমিতিকে অনন্য এক উচ্চতায় নিয়ে যেতে চাই।

উল্লেখ্য, দিনাজপুর জেলা ছাত্রকল্যাণ সমিতি শিক্ষার্থীরা নানাধরণের কল্যাণমূলক কর্মকাণ্ডে নিজেদের নিয়োজিত করেছে। সংগঠনটি প্রতিবছর দিনাজপুর জেলা থেকে আগত ভর্তিচ্ছু শিক্ষার্থীদের আবাসন থেকে শুরু করে ভর্তি বিষয়ে সকল ধরনের তথ্য প্রদান করে সহযোগিতা করে থাকেন। এছাড়া নানা ধরনের সাংস্কৃতিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের মাধ্যমে নিজেদের মধ্য মেলবন্ধন নির্মাণ করেছে এই সংগঠনটি।

Facebook Comments

You may also like

বীরগঞ্জে ইট ভাটা মালিকের তান্ডবে নারীসহ ৭ জন হাসপাতালে

আবাদি জমির মাটি কেটে ইট ভাটায় নিয়ে যাওয়ার