ইঞ্জিনিয়াররা নাকি খুব গুরুগম্ভীর মানুষ হন! কিন্তু ধারণা একেবারে পাল্টে যাবে ‘জাস্ট সুল’ নামের এক ইনস্টাগ্রাম সেলিব্রেটির কাণ্ড দেখলে। ভারতের এই ইঞ্জিনিয়ারের অদ্ভুত সব কাণ্ডকারখানা নেট দুনিয়ায় বহুল আলোচিত বর্তমানে।
নিজেকে হাস্যাষ্পদ করে বিশ্বের মানুষকে হাসানো খুব কঠিন কাজ। কিন্তু সেই কাজটাই সহজ ভাবে প্রতিনিয়ত করে যাচ্ছেন ৪৪ বছর বয়সী এই ইঞ্জিনিয়ার।
তিনি সেলিব্রেটিদের বিভিন্ন পোজ কপি করে ইন্টারনেটে ছবি আপলোড করেন। এর সঙ্গে তিনি মজার ভিডিও তৈরি করেন। সাধারণ মানুষের সঙ্গে বড় বড় তারকাও জাস্ট সুলের এই অদ্ভুত আচরণ খুব পছন্দ করছেন।
কাইলি জেনার, ব্রিটনি স্পিয়ার্স, জাস্টিন বিবার, কোনর ম্যাকগ্রেগর, কিম কার্দাশিয়ান কে নেই তালিকায়। আর বিখ্যাত কিছু ছবি নিজের মতো করে ‘রিক্রিয়েট’ও করেছেন সুল। সেখানেই একের পর এক সেলিব্রেটিদের বিখ্যাত ছবির পাশে নিজের ছবি পোস্ট করেন। তার ইনস্টাগ্রামে বর্তমানে ২.৩ মিলিয়ন ফলোয়ারও রয়েছেন।
Facebook Comments