হঠাৎ করেই বিয়ের কাজটি সেরে নিলেন জনপ্রিয় সংগীতশিল্পী সভ্যতা। গত ২৭ জুলাই রাতে ঘরোয়া পরিবেশে তার বিয়ে হয়। তার বর সামিউল ওয়াহিদ শোভন ব্ল্যাক ব্যান্ডের ড্রামার।

১০ বছরের প্রেমের সম্পর্কের পর তারা বিয়ে করেছেন। তাই বিয়েতে একটু আনন্দটা বেশিই থাকার কথা। সভ্যতার ভালোবাসার মানুষের সঙ্গে নতুন বন্ধনে আবদ্ধ হয়েছেন। তাই তো সেই আনন্দে তিনি নিজের বিয়েতে কাজিন ও বন্ধুদের সঙ্গে নাচলেন। আর নাচের দৃশ্য ভিডিও ধারণ করলেন তার বড় বোন স্বাগতা।

সভ্যতার বিয়ের খবরটি প্রথমে জানা যায়, তার ভাই সন্ধির দেওয়া একটি ফেসবুক পোস্ট থেকে। সেখানে তিনি লেখেন, ‘বাসায় আজ বিয়ে। সভ্যতার বিয়ে!’

এদিকে সভ্যতার বোন অভিনেত্রী স্বাগতা জানান, একেবারেই ঘরোয়া পরিবেশে বিয়েটা হয়েছে। দুই পরিবারের ঘনিষ্ঠজনেরা উপস্থিত ছিলেন। বড় কোনো অনুষ্ঠান হোক, এটা সভ্যতা নিজেই চাননি।

এছাড়াও তাদের পারিবারিক সূত্রে জানা গেছে, ২৮ জুলাই সভ্যতা আর শোভনের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান সম্পূর্ণ হয়েছে।

Facebook Comments

You may also like

বীরগঞ্জে ইট ভাটা মালিকের তান্ডবে নারীসহ ৭ জন হাসপাতালে

আবাদি জমির মাটি কেটে ইট ভাটায় নিয়ে যাওয়ার