তথ্য ফাঁসের অভিযোগে রেইন্স প্রাইবাসকে সরিয়ে চিফ অব স্টাফের পদে অবসরপ্রাপ্ত জেনারেল জন কেলিকে বসিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিউইয়র্কে নিরাপত্তা বাহিনীর সামনে দেয়া ভাষণে জন কেলির নিয়োগের ব্যাপারে জানান তিনি। অবৈধ আভিবাসীদের অনুপ্রবেশ বন্ধ নিয়ে এক সেমিনারে জন কেলির ভূঁয়সি প্রশংসা করে ট্রাম্প বলেন, হোমল্যান্ড সিকিউরিটির প্রধান হিসেবে সে বেশ দক্ষতার পরিচয় দিয়েছেন ।
সম্প্রতি নিয়োগ পাওয়া যোগাযোগ পরিচালক অ্যান্থনি স্ক্রামুসি প্রাইবাসের বিরুদ্ধে তথ্য ফাঁসের অভিযোগ আনলে তাকে অপসারণের সিদ্ধান্ত নেন ট্রাম্প। কয়েকটি টুইট বার্তায় এ সিদ্ধান্ত টের পেয়েই প্রাইবাস পদত্যাগ করেছেন বলে সিএনএনকে দেয়া সাক্ষাৎকারে জানিয়েছেন ট্রাম্প।
Facebook Comments