রাজধানীর উত্তরখানে ১৪ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এক হারবাল চিকিৎসককে গ্রেফতার করেছে পুলিশ। উত্তরখানের মাষ্টারবাড়ী এলাকার ‘নাহার হারবাল এন্ড ক্লিনিকে’ এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ভুক্তভোগি কিশোরী চলতি মাসের শুরুতে ওই ক্লিনিকে চাকরি নেয়ার পর থেকেই চিকিৎসক আব্দুল হাকিম ম্যাসাজের প্রক্রিয়া শেখানোর নামে কৌশলে তার শ্লীলতাহানীর চেষ্টা করতে থাকে।
এক পর্যায়ে, সোমবার তাকে ধর্ষণ করে ওই চিকিৎসক। সেখান থেকে পালিয়ে স্বজনদের এ কথা জানালে তারা থানায় মামলা করেন। মঙ্গলবার রাতে পুলিশ আব্দুল হাকিমকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত চিকিৎসক ধর্ষণের কথা স্বীকার করেছে বলে জানায় পুলিশ।
Facebook Comments