আশিক মুন্না | খানসামা উপজেলা দিনাজপুর জেলার অন্যান্য উপজেলা গুলোর মধ্যে একটি। অার এই খানসামা দেশের অন্যান্য উন্নত শহরগুলোর মতো শিক্ষা ক্ষেত্রে ব্যাপক ভুমিকা রাখছে। অার তা সম্ভব হচ্ছে খানসামার একদল মেধাবী শিক্ষার্থীদের অতুলনীয় রেজাল্টের মাধ্যমে। তারা ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের অারো সুনামধন্য প্রতিষ্ঠানে খানসামাকে সবার সামনে সুন্দরভাবে তুলে ধরেছে। তাদের মধ্যে নিরদা রাণী রায় একজন। ৬নং গোয়ালডিহি ইউনিয়নের ভুমিহীন কৃষক কর্মী ধীরেন্দ্রনাথ রায়ের মেয়ে।

সে ৪৫নং নলবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সর্বোচ্চ নম্বর অর্জন করে।মাধ্যমিক পর্যায়েও জিপিএ-৫.০০ পেয়ে তার কৃতিত্ব দেখিয়েছে। মাধ্যমিক পাসের পর সরকারী বেগম রোকেয়া কলেজ,রংপুরে ভর্তি হয়ে সেখানেও অসাধারন রেজাল্ট(জিপিএ-৫.০০)করে এম অাব্দুর রহিম মেডিকেল কলেজ,দিনাজপুর -এ চান্স পায়। কিন্তু অর্থের অভাবে তার পড়ালেখা বন্ধ হয়ে যেতে ধরলে তার পরিবার উপজেলা প্রশাসনেরর সরনাপন্য হয়।তার এই কৃতিত্বের প্রশংসা করেন খানসামা উপজেলা চেয়ারম্যান ।

লেখা পড়া অব্যাহত রাখার প্রয়াশে,মাননীয় পররাষ্ট্রমন্ত্রী অাবুল হাসান মাহমুদ অালীর ঐচ্ছিক তহবিল থেকে ১০ হাজার টাকা প্রদান করা হয় নিরদা রানীকে। এই সময়ে উপজেলা চেয়ারম্যান জনাব মোঃ শহিদুজ্জামান শাহ্,উপজেলা নির্বাহী অাফিসার জনাব মোঃ সাজেবুর রহমান ও উপজেলা শিক্ষা অফিসার জনাব মোঃ হাবিবুল ইসলাম স্বহস্তে নিরতা রাণীর হাতে টাকা তুলে দেন।তারা অাশা করেন যে,নিরতার মতো অারো অনেক শিক্ষার্থী যেন তাদের লক্ষে পৌছতে পারে।

Facebook Comments

You may also like

বীরগঞ্জে ইট ভাটা মালিকের তান্ডবে নারীসহ ৭ জন হাসপাতালে

আবাদি জমির মাটি কেটে ইট ভাটায় নিয়ে যাওয়ার