এস এম ফয়েজ
মাদকের বিষাক্ত ছোবলে আক্রান্ত বাংলাদেশ। সময়ে সময়ে মাদক দমন বা নিয়ন্ত্রণে নেয়া হয় অভিযানসহ নানা উদ্যোগ। কিন্ত থামে না মাদকের ভয়াবহতা।
বরং আরো বাড়ে। হয় আরো সহজলভ্য। পরিনতিতে ধ্বংস হচ্ছে যুবসমাজ। তবে কি কখনও রোখা যাবে না মাদকের করাল গ্রাস ? মাদকের থাবায় কতোজন, কতো পরিবার আক্রান্ত তার সঠিক পরিসংখান নেই কারো কাছেই। নেশার পরিণতিতে চোখের সামনে মৃত্যুসহ সর্বনাশা পথে যাচ্ছে পরিবারের সদস্যটি।
বখে যাওয়া সন্তানদের এ সর্বনাশা পথ থেকে ফিরিয়ে আনার শত চেষ্টায়ও বিফল স্বজনরা। রাজধানীসহ সারাদেশের প্রায় একই চিত্র। হাত বাড়ালেই পাওয়া যায় মৃত্যুর নিরব ঘাতক মাদক।
মাদকের এই করাল গ্রাস থামানো কি অসাধ্য? কবে টনক নড়বে রাষ্ট্র আর সমাজের? আর কতো দিন চলবে লোক দেখানো অভিযান? মাদকের হাত থেকে দেশ ও তরুন সমাজকে রক্ষায় রাষ্ট্রের কার্যকরী পদক্ষেপের কোনো বিকল্প নেই।
বছর আসে বছর যায়। শুধু আশ্বাসের বানীতে সীমাবদ্ব থাকতে হয় পরিবার গুলো। কিন্তু কখনও কি কান্না থামেনা মাদকে ছোবলে সর্বনাশা পরিগুলোর। নাকি তিলে তিলে নি:শ্বেস হয়ে যাবেন তারা। এমনি প্রশ্ন ভুক্তভোগীদের।
Facebook Comments