মাছ শিকারিদের জালে ধরা পরেছে বানের জলে ভেসে আসা দুর্লভ প্রজাতির কাছিম…
দক্ষিণ কাশিমনগর সংলগ্ন আত্রাই নদীতে শখের মাছ শিকারিদের জালে আটকা পড়েছে দশ কেজি ওজনের দুর্লভ প্রজাতির কাছিম।
মাছ শিকারি সুজন জানান,আজ বেলা বারটার সময় এই কাছিমটি তাদের জালে আটকা পরে।অনেক চেষ্টা করে দুই তিনটি জাল ছিরে গেছে এই কাছিমটিকে ধরতে গিয়ে।
বর্তমানে কাছিমটি দক্ষিণ কাশিমনগরের রবি খলিপার বাড়িতে আছে । রবি খলিফা কাছিমটি খাওয়ার জন্যে প্রায় সাত হাজার টাকা দিয়ে কিনে নিয়েছেন।
এদিকে এত বড় আর দুর্লভ প্রজাতির এই কাছিমটি দেখার জন্যে রবি খোলিপার বাড়িতে রিতিমত ভীর জমিয়েছে উৎসুক আবালবৃদ্ধবনিতা।
ছবি ও খবর: নাজমুল হাসান সাগর
Facebook Comments