রেজাউল সরকার রনি : পঞ্জগড় জেলার দেবীগঞ্জ উপজেলার মল্লিকাদহের প্রধানপাড়ায় ভয়াবহ অগ্নিকান্ড । সোমবার দিবাগত রাত আনুমানিক ১ টার সময়  কয়েলের আগুন থেকে এই অগ্নিকান্ডের সূত্রপাত ।

গতকাল রাতে গোয়ালঘরে কয়েল জালানোর পর ওই ঘরেই থাকা শুকনো পাটের সংস্পর্শে আসে কয়েলের আগুন । আস্তে আস্তে এই আগুন ভয়াবহ রূপ নেয়  সমগ্র প্রাধান পাড়ায় । সরজমিনে গিয়ে দেখা যায়, অগ্নিকান্ডে মোট ২৭ বাড়ির মালামাল পুড়ে ভস্মিভূত হয়েছে।

গবাদীপশুসহ ধান-চাল ও বাইশ হাজার টাকার পাট পুড়ে ছাই হয়ে গেছে । রাস্তা খারাপ থাকার কারনে দমকল বাহিনী পৌছাতে অতিরিক্ত সময় লাগে দুই ঘন্টারও বেশি । নাহলে ক্ষয়-ক্ষতির পরিমাণ কমানো যেত বলে জানায় এলাকাবাসী ।

মোট ক্ষতির পরিমাণ জানতে চাইলে স্থানীয় আওয়ামীলীগের ই্বউনিয়ন সভাপতি দেলোয়ার হোসেন বলেন, “ আগুনে ক্ষতিগ্রস্থ সাতাশটি বাড়ির যে পরিমাণ ক্ষতি হয়েছে সেগুলোর মোট হিসেব টাকার পরিমাণে প্রায় এক কোটি ।”

অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ মো: নুরআলম (৫৫) অশ্রুসজল চোখে জানান,  তার বাসার থেকে এ আগুনে উৎপত্তি হয় । পরনের কাপড় ছাড়া আর কিছুই বাচাতে পারেননি ।

এছাড়া দুটি গরু আগুনে পুড়ে মারা যায় । বেশ কিছু গবাদিপশু অগ্নিদগ্ধ হযেছে । অগ্নিকান্ডের সময় ঘর থেকে কোন কিছু বের করতে না পারায় প্রাধান পাড়ায় জ্বলেনি উনুনে আগুন । সকালে ইউনিয়ন পরিষদ থেকে শুকনো খাবার বিতরণ করা হয় ক্ষতিগ্রস্থ এলাকারবাসীর মাঝে ।

বেলা প্রায় বারোটার সময় পরিদদর্শনে আসেন দেবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান হাসনাতুজ জামান । এসময় তিনি ক্ষতিগ্রস্থদের মাঝে নগদ এক হাজার টাকা, দশ কেজি করে চাল ও একটি করে কম্বল বিতরণ করেন।

Facebook Comments

You may also like

বীরগঞ্জে ইট ভাটা মালিকের তান্ডবে নারীসহ ৭ জন হাসপাতালে

আবাদি জমির মাটি কেটে ইট ভাটায় নিয়ে যাওয়ার