নাজমুল হাসান সাগর : বীরগঞ্জ উপজেলার বড় হাটের পাথর ঘাটা নদী থেকে উদ্ধার হওয়া প্রদীদের মরদেহ পাঠানো হয়েছে মর্গে।গতকাল রবিবার লাশ উদ্ধার করে প্রথমে বীরগঞ্জ থানায় নেওয়া হয় তারপর সেখান থেকে ময়নাতদন্তের জন্যে পাঠানো হয় দিনাজপুর এম.আব্দুর রহিম মেডিকেল কলেজ ও হসপিটালে।

এদিকে এই চাঞ্চল্যকর খুনের ঘটনায়, ঘটনার দিন ০৩-১২-১৭ তারিখে প্রদীপের বাবা হরিমোহন বাদি হয়ে একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছেন।মামলা নম্বর ৪৬ এবং এই মামলার তদন্ত ভার পেয়েছেন তদন্ত কর্মকর্তা দুলাল।

Facebook Comments

You may also like

বীরগঞ্জে ইট ভাটা মালিকের তান্ডবে নারীসহ ৭ জন হাসপাতালে

আবাদি জমির মাটি কেটে ইট ভাটায় নিয়ে যাওয়ার