এক দিনের বিরতি দিয়ে আজ বেলা দুটায় শুরু হচ্ছে বিপিএল টি-টোয়েন্টির ব্যাটে-বলের লড়াই। সিলেট স্টেডিয়ামে মুখোমুখি হবে চিটাগং ভাইকিংস-কুমিল্লা ভিক্টোরিয়ান্স। সন্ধ্যা সাতটায় লড়বে রাজশাহী কিংস-সিলেট সিক্সার্স ।
বিপিএলের নতুন ফ্রেঞ্চাইজি সিলেট সিক্সার্স নাসির হোসেনের নেতৃত্বে টানা দুই ম্যাচ জিতে উড়ন্ত সূচনা করেছে। সিলেট প্রথম ম্যাচে শক্তিশালী ঢাকা ডায়নামাইটসকে ৯ উইকেটে হারিয়েছে। এরপর দ্বিতীয় ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে এক বল আগে নাটকীয় জয় ছিনিয়ে নেয়।
অন্যদিকে, গতবারের চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটস প্রথম ম্যাচে সিলেটের কাছে হারলেও দ্বিতীয় ম্যাচে খুলনা টাইটান্সকে ৬৫ রানে হারিয়ে ঘুরে দাঁড়িয়েছে। মাশরাফি বিন মর্তুজার রংপুর রাইডার্সও ৬ উইকেটে রাজশাহী কিংস’কে হারিয়ে শুভ সূচনা করেছে বিপিএলের পঞ্চম আসরে। সাতটি ফ্রেঞ্চাইজির এই টুর্নামেন্টে চিটাগাং ভাইকিংস আজ মিশন শুরু করবে কুমিল্লার বিপক্ষে ম্যাচ দিয়ে।
Facebook Comments