নিজস্ব প্রতিবেদকঃ

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ২০–দলীয় জোটের শরিক জামায়াতে ইসলামীকে ২৫টি আসন দেওয়া হয়েছে। গত মঙ্গলবার রাতে ২০–দলীয় জোট সূত্রে এই খবর জানা গেছে।

জামায়াতকে দেওয়া পঁচিশটি আসনের মধ্যে রয়েছে দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল)। এই আসনে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে লড়বেন বীরগঞ্জ থানা জামায়াতের আমীর ও বর্তমান পৌর মেয়র মোহাম্মদ হানিফ।

গভীর রাতে বিএনপি’র তরফ থেকে মনোনয়ন নিশ্চিত করে খবরটি জানায় বীরগঞ্জ জামায়াত সংশ্লিষ্ট নেতা-কর্মীরা।

 

এদিকে বীরগঞ্জ থানা বিএনপি’র অনেকের সাথে যোগাযোগ করেও খবরের সত্যতা যাছাই করা হয়েছে। বিএনপি’র প্রত্যয়নপত্রের সুত্র ধরে এটা নিশ্চিত হওয়া গেছে জামায়াতের এই নেতা এবার বীরগঞ্জ-কাহারোল আসনে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে লড়ছেন।

দিনাজপুর-১ আসন বাদে আরও যে চব্বিশটি আসনে জামায়াতের নেতারা ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে লড়বেনঃ

আব্দুল হাকিম (ঠাকুরগাঁও-২), আনোয়ারুল ইসলাম (দিনাজপুর-৬), মনিরুজ্জামান মন্টু (নীলফামারী-২), আজিজুল ইসলাম (নীলফামারী-৩), গোলাম রব্বানী (রংপুর-৫), মাজেদুর রহমান সরকার (গাইবান্ধা-১), রফিকুল ইসলাম খান (সিরাজগঞ্জ-৪), ইকবাল হুসেইন (পাবনা-৫), মতিউর রহমান (ঝিনাইদহ-৩), সৈয়দ আবদুল্লাহ মো. তাহের (কুমিল্লা-১১), হামিদুর রহমান আজাদ (কক্সবাজার-২), শামসুল ইসলাম ( চট্টগ্রাম-১৫)।

আবু সাঈদ মুহাম্মদ শাহাদত হোসাইন (যশোর-২), আব্দুল ওয়াদুদ (বাগেরহাট-৩), আবদুল আলিম (বাগেরহাট-৪), মিয়া গোলাম পরওয়ার (খুলনা-৫), আবুল কালাম আযাদ (খুলনা-৬), রবিউল বাশার (সাতক্ষীরা-৩), আব্দুল খালেক (সাতক্ষীরা-২), গাজী নজরুল ইসলাম (সাতক্ষীরা-৪), শামীম সাঈদী (পিরোজপুর-১), ফরিদ উদ্দিন চৌধুরী (সিলেট-৫), হাবিবুর রহমান (সিলেট-৬) ও শফিকুর রহমান (ঢাকা-১৫)।

Facebook Comments

You may also like

এমপি প্রার্থী নিজেই করছেন মাইকিং সঙ্গী অটো চালক!

বিশেষ সংবাদদাতাঃ  আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-১