বীরগঞ্জ নিউজ২৪ ডেস্কঃ

সময়ের সাথে সাথে ঘনিয়ে আসছে একাদশতম জাতীয় সংসদ নির্বাচন। তফসিলের দ্বিতীয় ঘোষণা অনুয়ায়ী নির্বাচনের তারিখ পরিবর্তন হয়ে বাংলাদেশের ইতিহাসে প্রথমবার দলীয় সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ৩০শে ডিসেম্বর। এরই মধ্যে ঘোষণা অনুযায়ী দলের বেঁধে দেওয়া সময় অনুযায়ী আওয়ামী লীগ তাদের দলের মনোনয়ন বিক্রি করেছে এবং মনোনয়ন প্রত্যাশীদের সাথে দলীয় প্রধান শেখ হাসিনার সাক্ষাতও হয়েছে।  

এদিকে দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন এবং জমা দিয়েছেন মোট ২০ জন মনোনয়ন প্রত্যাশী নেতাগণ।

বীরগঞ্জ-কাহারোল আসনের দুই উপজেলা থেকে যেসব মনোনয়ন প্রত্যাশীগণ মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিয়েছেন তারা হলেন;

* আব্দুল মালেক সরকার,
* আব্দুল হক সবুজ,
* আমিনুল ইসলাম,
* আলহাজ্ব জাকারিয়া জাকা,
* আবু হুসাইন বিপু,
* গোপেশ চন্দ্র রায়,
* ডা : আব্দুল করিম,
* আকতারুল ইসলাম চৌধুরী বাবুল,
* নূর ইসলাম নূর,
* এ কে এম ফারুক,
* আব্দুস সালাম সরকার,
* মোশারফ হোসেন বাবুল,
* নাসিরুল হক রুস্তম,
* অধ্যক্ষ রফিকুল ইসলাম রফিক,
* আবুল কাশেম,
* প্রভাষ চন্দ্র রায়,
* তশিদুল ইসলাম,
* গোপাল চন্দ্র দেবশর্মা,
* মনোরঞ্জনশীল গোপাল,
* শিবলী সাদিক

এদিকে দিনাজপুর-১ আসনের মতো একটি আসন থেকে আওয়ামী লীগের এত মনোনয়ন প্রত্যাশী দেখে জনমন ও সাধারণ ভোটারদের মাঝে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া ও গুঞ্জন।

Facebook Comments

You may also like

এমপি প্রার্থী নিজেই করছেন মাইকিং সঙ্গী অটো চালক!

বিশেষ সংবাদদাতাঃ  আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-১