জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, ‘বিষবৃক্ষ’ নামের বিএনপিকে সরকারই বাঁচিয়ে রেখেছে। সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয় জোট-বিএনএ এর প্রতিনিধি সম্মেলনে তিনি এসব কথা বলেন।

হুসেইন মুহম্মদ এরশাদ দাবি করেন,সরকার ক্ষমতা হারানোর ভয়ে জাতীয় পার্টির নেতৃত্বাধীন জোট বড় করতে বাধা দিয়েছে। সাংবিধানিকভাবে নির্বাচিত সরকারের অধীনেই নির্বাচন করে ক্ষমতায় আসতে চায় জাতীয় পার্টি।

৩শ’ আসনেই নির্বাচনের প্রস্তুতি নিতে দলীয় নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান এরশাদ। জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, ‘৯১ এবং ‘৯৬ এর নির্বাচনে জাতীয় পার্টিকে প্রচারণা চালাতে দেয়া হয় নি। সেসময় বাঁধাহীনভাবে নির্বাচনে অংশ নেয়া গেলে সংসদে জাতীয় পার্টিই বিরোধী দলের আসন পেতো বলে উল্লেখ করেন এরশাদ।

Facebook Comments

You may also like

বীরগঞ্জে ইট ভাটা মালিকের তান্ডবে নারীসহ ৭ জন হাসপাতালে

আবাদি জমির মাটি কেটে ইট ভাটায় নিয়ে যাওয়ার