স্পোর্টস ডেস্ক: এএসকে বিপিএল ২০১৭ এর ফাইনাল খেলা আজ মিরপুর শেরে-ই বাংলা জাতীয় স্টোডিয়ামে অনুষ্ঠিত হয় । এ ফাইনালে খেলা হয় রংপুর রাইডার্স বনাব ঢাকা ডায়নামাইটস এর মধ্যে ।
টসে জিতে ঢাকা ডায়নামাইটস ব্যাটিং এ আমন্ত্রণ জানায় রংপুর রাইডার্সকে । রংপুর রাইডর্স হয়ে মাত্র ৬৯ বলে ১৪৬ রানের দুর্দান্ত ইনিংস খেলেন ক্যারিবিয়ান তারকা ক্রিস গেইল । মাঠে চার, ছক্কা মারতে বেশি ভালবাসেন এই তারকা । এই ইনিংসে ৫ টি চার মারলেও ছক্কা মারেন ১৮ টি ।
প্রথম ইনিংস শুরুতে ক্রিস গেইলের ক্যাচ মিস করেন ডায়নামাইটস অধিনায়ক সাকিব আল হাসান । ফলে তাদের ভুগতে হয় ক্যারিবিয় তারকার এই ১৪৬ রানের বড় ইনিংশে । যা রংপুরকে ১০৬ রানের বিশাল টার্গেট দিতে সাহায্য করে ।
Facebook Comments