আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির হাজার হাজার কর্মী আওয়ামী লীগে যোগ দেয়ার অপেক্ষায়। বিএনপির জোয়ারের দিন শেষ, ভাটার টান শুরু। আগামী নির্বাচনে বিএনপি নামের বিষ ফোঁড়াকে জনগণ প্রত্যাখ্যান করবে বলেও মন্তব্য করেন তিনি। অভিযোগ করেছেন, অস্থিতিশীল পরিবেশ তৈরি করে বিএনপি নির্বাচন ভন্ডুলের অপচেষ্টা করছে।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে অসহায় মানুষের মাঝে রিক্সা ও ভ্যান বিতরণ করে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ কমিটি। অনুষ্ঠানে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ কথামালার চাতুরি দিয়ে রাজনীতি করে না। কাজে বিশ্বাসী। জানান, আগামী নির্বাচন নিয়ে আওয়ামী লীগের কোন ভয় ও সঙ্কোচ নেই। জনগণ বিএনপির নেতিবাচক রাজনীতি প্রত্যাখান করেছে বলেও মন্তব্য করেন তিনি।

আবারো সরকার বিরোধী ষড়যন্ত্রের অভিযোগও করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। এদিকে, বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলার এক অনুষ্ঠানে আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ বলেন, রায়ের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ আদালত অবমাননার শামিল।

Facebook Comments

You may also like

বীরগঞ্জে ইট ভাটা মালিকের তান্ডবে নারীসহ ৭ জন হাসপাতালে

আবাদি জমির মাটি কেটে ইট ভাটায় নিয়ে যাওয়ার