স্পোর্টস ডেস্কঃ
শুরু হতে যাচ্ছে বিশ্বের সব চেয়ে বড় ক্রীড়া আসর ফিফা ফুটবল বিশ্বকাপ। আর মাত্র ৫ দিন বাকি রাশিয়া বিশ্বকাপ শুরু হতে।আসন্ন এই জমকালো আয়োজন সামনে রেখে সারা বিশ্বে উত্তেজনা বিরাজ করছে।যদিও এই আসরে আমাদের দেশ বাংলাদেশ অংশগ্রহণ করেনি তার পরেও ফুটবলের প্রতি বাঙালিদের ভালোবাসার শেষ নেই। বিশেষ করে ফুটবলের দুই দেশ আর্জেন্টিনা ও ব্রাজিলকে নিয়ে।
প্রিয় দেশের খেলোয়াড়দের ভালোবাসা দেখানোর জন্য বাঙালি ভক্তরা কতই না কিছু করে থাকে।তেমনি এক আর্জেন্টিনার অন্ধ ভক্ত দেখা গেলো।পেশায় তিনি একজন রিক্সাচালক। তাঁর পরেও মেসিদের দেশের পতাকার রঙে নিজের রিক্সা সাজিয়েছেন।
আবার পতাকার রঙের সাথে মিলিয়ে নিজের পোশাকও পরেছেন।ভক্তের এমন কাণ্ড দেখে এড়িয়ে যায়নি মেসিদের চোখ। তাই তো ভক্তের এই ছবি ফেসবুকে নিজেদের ফুটবল টিম পেজে শেয়ার করেছে আর্জেন্টিনা।
আর সেই ছবির ক্যাপশনে লেখা, ভালোবাসা এবং সমর্থনের জন্য ধন্যবাদ বাংলাদেশ।’
Facebook Comments