বন্যা পরিস্থিতি ক্রমেই ভয়াবহ রূপ নিচ্ছে বীরগঞ্জ উপজেলার শতগ্রাম ইউনিয়নে। অব্যাহত ভারি বর্ষণ এবং আত্রাই নদীর পানি বৃদ্ধির কারনে বিধস্ত ও বিপর্যস্ত বীরগঞ্জ উপজেলার বহমান আত্রাই নদীর চারপাশের এলাকাগুলো। বীরগঞ্জ উপজেলার শতগ্রাম ইউনিয়নের নামা বলদিয়াপাড়া, গড়ফতু, দক্ষিণ পুর্ব কাশিমনগরের সব বাড়ী বন্যার পানিতে ডুবে গেছে।
এমনকি ঝাড়বাড়ী থেকে গড়ফতুর রাস্তাটিও তলিয়ে গেছে পানির নীচে। শুধু তাই নয়, ঝাড়বাড়ী থেকে গড়ফতু যাওয়ার মাঝে ব্রিজটির একাংশ ভেঙ্গে গেছে, ফলে এখনো পানি বন্দি রয়েছেন অনেকেই। এমন পরিস্থিতিতে অনেকেই গরু-ছাগল, পশু-পাখি আসবাবপত্রসহ আশ্রয় নিয়েছেন ঝাড়বাড়ী প্রাথমিক বিদ্যালয়, উচ্চবিদ্যালয়, মাদ্রাসা এবং এলাকার উচু স্থানগুলোতে।
এদিকে শতগ্রাম ইউনিয়নের কাশিমনগরের রাস্তা ভেঙ্গে নদীর পানি প্রবল বেগে ঢুকছে লোকালয়ে। সবাই গরু-ছাগল, পশু-পাখি আসবাবপত্র সহ ধুলাউরী-কাশিমনগর উচ্চ বিদ্যালয়ে আশ্রয় নিয়েছেন। শুধু তাই নয়, অনেকেই এখনো নিরাপত স্থানে যেতে পারেনি।
অন্যদিকে ঝাড়বাড়ী থেকে ফুলবাড়ী যাওয়ার রাস্তাটির উপর হাটু পরিমাণ পানি জমে গেছে। এছাড়াও বন্যায় তলিয়ে গেছে বীরগঞ্জ উপজেলার বেশ কয়েকটি গ্রাম, ঘর-বাড়ী ও রাস্তা-ঘাট। এখন শুধুই জীবন ও সম্পদ রক্ষার জন্য শেষ চেষ্টা করে যাচ্ছেন বীরগঞ্জ উপজেলার নিরীহ খেটে খাওয়া মানুষগুলো।
Facebook Comments