বগুড়ার শিবগঞ্জে যাত্রীবাহী কোচ নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা খেয়ে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়েছেন। আহত অবস্থায় হাসপাতালে অপর একজন মারা যান। আহত অন্তত ১৪জন।

পুলিশ জানায়, ভোর ৬টার দিকে ঢাকা থেকে কুড়িগ্রাম যাওয়ার পথে ঢাকা- রংপুর মহাসড়কের মোতামতলার পাকুরতলা এলাকায় যাত্রীবাহী কোচটি এক পথচারীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে।

কোচটি এসময় গাছের সাথে ধাক্কা খেলে ঘটনাস্থলেই ওই পথচারীসহ তিনজন মারা যান। আহত ১৪জনকে বিভিন্ন হাসপাতলে ভর্তি করার পর গোবিন্দগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় এক নারী মারা যান। নিহতদের মধ্যে পথচারী আব্দুল জব্বারের পরিচয় পাওয়া গেছে।

Facebook Comments

You may also like

বীরগঞ্জে ইট ভাটা মালিকের তান্ডবে নারীসহ ৭ জন হাসপাতালে

আবাদি জমির মাটি কেটে ইট ভাটায় নিয়ে যাওয়ার