বীরগঞ্জ নিউজ ২৪ ডেস্কঃ
বরিশালে এক মাদক ব্যবসায়ীর পেটে অস্ত্রপচার করে পলি ব্যাগে ভর্তি এক হাজার পিস ইয়াবা উদ্ধার হয়েছে। বুধবার দুপুরে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রপচারের মাধ্যমে ওই মাদক ব্যবসায়ীর পেট থেকে ইয়াবা উদ্ধার করা হয়। আটককৃত নুর আলম (৫০) লক্ষ্মীপুর জেলার চরশীতা থানা এলাকার আবু হাসেমের ছেলে।
মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র সহকারি কমিশনার (ডিবি) নাসির উদ্দিন মল্লিক জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত ১টার দিকে নগরীর রুপাতলী এলাকার হাউজিং এর জনৈক সুলতানের বাসা থেকে ৩ জনকে আটক করা হয়। এর মধ্যে নুরে আলম নামক এক ব্যাক্তির পেট অস্বাভাবিক ফোলা দেখে তাকে এক্সরে করা হয়। বিষয়টি নিশ্চিত হয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা পরীক্ষা নিরীক্ষা শেষে অপারেশনের মাধ্যমে ইয়াবাগুলো উদ্ধার করে।
মাত্র ১০ হাজার টাকার বিনিময়ে লক্ষীপুর থেকে নুরে আলম ইয়াবাগুলো বরিশাল নিয়ে আসে। এর হোতাদের আটকের চেষ্টা চলছে বলে জানান সহকারী কমিশনার নাসির উদ্দিন মল্লিক।
মাদক ব্যবাসায়ী নূর আলমের বিরুদ্ধে মাদক বহন ও বিক্রির দায়ে কোতয়ালী থানায় মামলা দায়ের করা হয়েছে।
Facebook Comments