আশিক মুন্না | জাতিসংঘের শিক্ষা,বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণকে বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি প্রদানে আনন্দ মিছিল করেছে খানসামা উপজেলা ছাত্রলীগ।
৬ নভেম্বর (সোমবার) পাকেরহাটস্থ উপজেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে আনন্দ মিছিলটি বের করেন ছাত্রলীগের নেতাকর্মীরা। মিছিলটি গ্রামীণ শহর পাকেরহাটের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।
খানসামা উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক রেজাউল করিমের নেতৃত্বে মিছিলে অংশ নেন পাকেরহাট ডিগ্রী কলেজ শাখা ছাত্রলীগসহ উপজেলা ও ইউনিয়ন ছাত্রলীগের নানা স্তরের নেতা কর্মীরা।
মিছিল শেষে পাকেরহাটে খানসামা ছাত্রলীগের দলীয় কার্যালয়ে অালোচনা সভার অায়োজন করা হয়েছিলো।সভায় উক্ত ব্যক্তিবর্গসহ অারো অনেকে বঙ্গবন্ধুর অবদান সহ অন্যান্য বিষয়ে বক্তব্য প্রদান করেন।
Facebook Comments