ভারত ও মালদ্বীপের পর আজ নেপালকে হারালেই শিরোপার খুব কাছে পৌঁছে যাবে বাংলাদেশ। সে লক্ষ্য নিয়েই সাফ অনূর্ধ্ব ১৮ ফুটবলে নিজেদের তৃতীয় ম্যাচ খেলতে নামবে মাহাবুব হোসেন রক্সির দল। ভুটানের থিম্পুতে সন্ধ্যা ৭টায় শুরু হবে ম্যাচটি।
পাঁচ দলের টুর্নামেন্টে একে অন্যকে একবার করে মোকাবেলার পর পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দলটি জিতবে শিরোপা। প্রথম ম্যাচেই ভারতের বিপক্ষে অসাধারন জয় নিয়ে শিরোপার ফেবারিট এখন বাংলাদেশ। থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে তিন গোলে পিছিয়ে পড়ে ৪-৩’এ জয় পায় বাংলাদেশের যুবারা।
দ্বিতীয় ম্যাচে মালদ্বীপকে ২-০’তে হারিয়ে তৃতীয় ম্যাচে নেপালের সামনে দাঁড়িয়ে মাহাবুব হোসেন রক্সির দল। ২০১৫ সালে কাঠমান্ডুতে টুর্নামেন্টের শেষ আসরে নেপালের কাছে ২-১’এ গ্রুপ ম্যাচ হেরেছিল বাংলাদেশ।
এবার শিরোপার আশা জোরালো করার পাশাপাশি প্রতিশোধ নেয়ার দারুণ সুযোগ টুটুল হোসেন বাদশা, জাফর ইকবালদের। স্বাগতিক ভুটানের কাছে ১-০ গোলে হারের পর মালদ্বীপকে ২-০’তে হারিয়ে তিন পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে নেপাল। তিন খেলায় ভুটান বাংলাদেশের সমান ৬ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে।
Facebook Comments