বীরগঞ্জ নিউজ ২৪ ডেস্কঃ 

পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মোশাররফকে সাধারন নির্বাচনে অংশ নেওয়ার অনুমতি দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট।

গতকাল বৃহস্পতিবার (৭ জুন) প্রধান বিচারপতি সাকিব নিসার নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এ রায় দেন। তবে সুপ্রিম কোর্ট শর্তসাপেক্ষে মোশাররফকে এ নির্বাচনে অংশগ্রহনের অনুমতি দিয়েছেন।

কোর্টের শর্ত অনুযায়ী, আগামী ২৫ জুলাইয়ের নির্বাচনে অংশ নিতে হলে ১৩ জুনের মধ্যে তাঁকে কোর্টে হাজিরা দিতে হবে। এটাই কোর্টের শর্ত। কেননা ২০১৬ সাল থেকে অল মুসলিম লিগ প্রধান জেনারেল মোশাররফ দুবাইয়ে বসবাস করছেন।

এক্ষেত্রে মোশারফের হাজির হওয়া প্রসঙ্গে কোর্ট এ নিশ্চয়তা দিয়েছেন যে, হাজিরা দিতে এলে তাকে গ্রেফতার করা হবে না।

এর আগে ২০১৩ সালে পেশোয়ার হাইকোর্ট মোশাররফকে নির্বাচনের অংশ নেওয়ার জন্য আজীবন নিষেধাজ্ঞার রিভিউ পিটিশন স্থগিত করেন।

উল্লেখ্য, ১৯৯৯ সালের ১২ই অক্টোবর সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা নেন তৎকালীন সেনাপ্রধান পারভেজ মোশাররফ। ২০০৮ সাল পর্যন্ত পাকিস্তানের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। এরপর গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে একটি সরকার ক্ষমতায় আসার পর দুবাই ও লন্ডনে স্বেচ্ছায় নির্বাসিত জীবন কাটান মোশাররফ। ২০১৩ সালে রাজনীতিতে যোগ দিয়ে নির্বাচন করার ইচ্ছা নিয়ে দেশে ফিরে আসেন তিনি। তবে তাঁকে নির্বাচনে মনোনয়নের অযোগ্য ঘোষণা করা হয়।

Facebook Comments

You may also like

এমপি প্রার্থী নিজেই করছেন মাইকিং সঙ্গী অটো চালক!

বিশেষ সংবাদদাতাঃ  আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-১