তার পুরো নাম এস এম আসলাম তালুকদার। তবে চিত্রনায়ক মান্না নামেই দর্শক মহলে জনপ্রিয় ছিলেন তিনি। অ্যাকশনধর্মী ছবি ও গায়ের লোম দাঁড়িয়ে যাওয়া সংলাপের জন্য মান্না ছিলেন সকলের স্বপ্নের নায়ক। তবে পৃথিবী তাকে ধরে রাখতে পারেনি বেশিদিন। ২০০৮ সালের ১৭ ফেব্রুয়ারি মৃত্যুবরণ করেন তিনি। প্রাপ্ত তথ্যানুযায়ী এ যাবত চিত্রনায়ক মান্না অভিনীত চলচ্চিত্রের সংখ্যা ১৭৬ টি।

মৃত্যুর দুবছর পূর্বে, অর্থাৎ ২০০৬ সালে ‘সেরা অভিনেতা’ হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন মান্না। তারপর দেখতে দেখতে পেরিয়ে গিয়েছে ১০ টি বছর। এ দশ বছরে বন্ধ ছিল কৃতাঞ্জলি কথাচিত্র থেকে চলচ্চিত্র নির্মাণ।

কিন্তু সেই রুদ্ধদ্বার সম্প্রতি অবমুক্ত হতে চলেছে। সিনেমা নির্মিত হতে যাচ্ছে তাদের ব্যানার থেকে। প্রয়াত নায়ক মান্নার স্ত্রী শেলী মান্না আসছেন প্রযোজক হয়ে। আর নায়ক? নায়ক হবেন স্বয়ং মান্না-শেলীর পুত্র সিয়াম। বর্তমানে তিনি দেশের বাইরে ফিল্ম বিষয়ক পড়াশোনায় ব্যস্ত রয়েছেন; দেশে ফিরবেন আগামী বছরের জানুয়ারি মাসে।

তবে কী সিনেমা তৈরি হবে, সে বিষয়ে এখনও কিছু জানাননি শেলী। শুধু এটুকু জানা গিয়েছে যে ঐ সিনেমাটি পরিচালনা করবেন মালেক আফসারী। তার মাধ্যমেই জানা গিয়েছে নায়ক হিসেবে সিয়ামের আবির্ভাবের কথা।

সূত্র: প্রিয় বিনোদন

Facebook Comments

You may also like

বীরগঞ্জে ইট ভাটা মালিকের তান্ডবে নারীসহ ৭ জন হাসপাতালে

আবাদি জমির মাটি কেটে ইট ভাটায় নিয়ে যাওয়ার