নন্দিত সংগীতশিল্পী শাম্মী আক্তারের দাফন আজ। শাহজাহানপুর কবরস্হানে বাদ জোহর জানাযা শেষে তাকে দাফন করা হবে। মঙ্গলবার বিকেলে অসুষ্হ হয়ে পড়লে বাসা থেকে হাসপাতালের নেয়ার পথে শাম্মী আক্তারের মৃত্যু হয়। দীর্ঘদিন ধরে মরণব্যাধি ক্যান্সারে সাথে লড়াই করে জীবনের কাছে হার মানেন গুণী এই শিল্পী।
শাম্মী আক্তারের গানে হাতে খড়ি বরিশালের ওস্তাদ গৌর বাবুর কাছে। এরপর বিভিন্ন জনের কাছে গানে শিক্ষা নিয়েছেন তিনি। চলচ্চিত্রের গানে শাম্মী আক্তারের যাত্রা শুরু আজিজুর রহমান পরিচালিত ‘অশিক্ষিত’ চলচ্চিত্রে গান গাওয়ার মধ্য দিয়ে।
Facebook Comments