আগামী ফেব্রুয়ারিতে দক্ষিণ কোরিয়ায় শীতকালীন অলিম্পিক গেমসে পাঁচ সদস্যের প্রতিনিধি পাঠাবে উত্তর কোরিয়া। দু’বছরেরও বেশি সময় পর, মঙ্গলবার সকালে দুই কোরিয়ার মধ্যে উচ্চ পর্যায়ের বৈঠকে এসব সিদ্ধান্ত হয়।

উত্তর কোরিয়ার পাঠানো প্রতিনিধি দলের মধ্যে অ্যাথলেট ছাড়াও, খেলার সমর্থকরা থাকবে। তবে এর সংখ্যা জানা যায়নি। খেলার উদ্বোধনীতে দুই কোরিয়ার অ্যাথলেটদের একসাথে প্রদর্শনীতে অংশ নেয়ার প্রস্তাব দিয়েছে দক্ষিণ কোরিয়া। এছাড়া গেমস চলার সময় কোরিয়ান যুদ্ধে আলাদা হয়ে যাওয়া পরিবারের সদস্যদের পুনর্মিলনের প্রস্তাবও দিয়েছে সিউল।

আশা করা হচ্ছে, লুনার নিউ ইয়ারের ছুটিতে তারা একসাথে মিলিত হবেন। ২০১৫ সালের ডিসেম্বরের পর, এটিই দু’দেশের মধ্যে অনুষ্ঠিত হওয়া প্রথম বৈঠক।উত্তর কোরিয়ার অব্যাহত পারমাণবিক পরীক্ষার জেরে, দুই কোরিয়ার সম্পর্কের অবনতি ঘটে। বন্ধ হয়ে যায় টেলিফোনসহ প্রায় সব যোগাযোগ।

Facebook Comments

You may also like

বীরগঞ্জে ইট ভাটা মালিকের তান্ডবে নারীসহ ৭ জন হাসপাতালে

আবাদি জমির মাটি কেটে ইট ভাটায় নিয়ে যাওয়ার