দেশব্যাপী ধর্ষন, খুন ও নারী নির্যাতনের প্রতিবাদে দিনাজপুর নার্সিং কলেজ আয়োজিত মানববন্ধন

Share

নিজস্ব প্রতিবেদক

নারী ও শিশুর প্রতি সহিংসতা নিপীড়ন প্রতিরোধ এবং বন্ধের দাবিতে দিনাজপুরে মানবন্ধনসহ সমাবেশের কর্মসূচি পালন হয়েছে।

মঙ্গলবার (১১ মার্চ) সকালে দিনাজপুর প্রেস ক্লাবের সামনের সড়কে পালিত কর্মসূচিতে অংশ নেন বিভিন্ন সামাজিক, নারীবাদী সংগঠন এবং শিক্ষার্থীরা।

এর আগে প্রসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে দাবিনামাসহ লিখিত বক্তব্য পাঠ করেন আয়োজক সংগঠনের আহবায়ক ও পল্লীশ্রী‘র নির্বাহী পরিচালক শামীম আরা বেগম মুকুট। কর্মসূচি শেষে দাবি স্মারকলিপি জেলা প্রশাসকের কাছে তুলে দেন তারা।

সংবাদ সম্মেলনে সাম্প্রতিক সময়ে সারাদেশে নারী ও শিশু ধর্ষন নির্যাতন এবং নারীর বিরুদ্ধ শারীরিক, মানসিক নিপীড়নের ঘটনায় উদ্বেগ প্রকাশ করা হয়েছে। ধর্মীয় ওয়াজ মাহফিলের নারীর বিরুদ্ধে অশালীন, অগ্রহনযোগ্য কথা বলা হচ্ছে, আপত্তিকর প্রচার-প্রচারণা চালানো হচ্ছে বলে অভিযোগ তোলা হয়েছে।

লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়, ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে নারীর প্রতি সহিংসতা ও নীপিড়নমূলক ঘটনা ঘটছে। ইতামধ্যে প্রমীলা ফুটবল আয়াজন বাধা গ্রস্থ করা হয়েছে। কিছু লােক নারী-কন্যাদের খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চাসহ সৃৃজনশীল কর্মকান্ড হতে দূর রাখার চেষ্টা করছে। তারা মূলত নারীকে ঘরবন্দ্বী করতে চাইছে।

দাবির মধ্যে রয়েছে, নারী ও শিশুর প্রতি সহিংসতা দমনে যে সকল আইন বলবৎ রয়েছে, সেই আইনসমূহের যথাযথ প্রয়োগ ঘটানো, নারী ও শিশু ধর্ষণ, হত্যায় জড়িতদর আইনের আওতায় এনে দ্রুত বিচার সম্পন করা, নারী-শিশুর প্রতি উৎপীড়নে জড়িতদের গ্রেফতার ও শাস্তি দেওয়া, নারীর পােষাক সংক্রান্ত বিষয়ে অপপ্রচার বন্ধ করা এবং নারী শিশু নীপিড়নের সাথে জড়িত ব্যক্তিরা যাতে কােনভাবেই ছাড় না পায় তার নিশ্চয়তাসহ আরো বেশ কিছু দাবি জানানো হয়েছে।

সংবাদ সম্মেলন শেষে প্রেসক্লাবের সামনের সড়কে নারী ও শিশুর প্রতি সহিংসতা নিপীড়ন প্রতিরোধে দিনাজপুরবাসীর ব্যানারে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন নারী ও শিশুর প্রতি সহিংসতা নিপীড়ন প্রতিরোধে দিনাজপুরবাসী সংগঠনের যুগ্ম আহবায়ক তারিকুজ্জামান তারেক ও কানিজ রহমান, সদস্য উম্মে নাহার, রেজাউর রহমান রেজু ,এ এস এমন মনিরুজ্জামানসহ অন্যান্যরা।

Recent Posts

আর্কাইভ

সকল ক্যাটাগরি

Related Articles

বীরগঞ্জে ইউনিয়ন পরিষদে ভিজিএফের চাল নিতে গিয়ে এক বৃদ্ধের মৃ্ত্যু

নিজস্ব প্রতিবেদক ‎দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার পাল্টাপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ভিজিএফের চাল নিতে...

বীরগঞ্জে তিন বছরের শিশু ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১

নিজস্ব প্রতিবেদক দিনাজপুরের বীরগঞ্জে তিন বছরের শিশু ধর্ষণের অভিযোগে মমিনুল ইসলাম (৩৫)...

খানসামায় মায়ের সাথে অভিমানে যুবকের আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক দিনাজপুরের খানসামায় বিষাক্ত গ্যাস ট্যাবলেট খেয়ে জনক চন্দ্র রায় (১৬)...

বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১

নিজস্ব প্রতিবেদক দিনাজপুরের বীরগঞ্জে ট্রাকের ধাক্কায় রাহুল (১৭) নামের মোটরসাইকেল আরোহী নিহত...

দিনাজপুর জেলা ও বীরগঞ্জ উপজেলার সকল খবর পেতে আমাদের সাথে থাকুন।

নির্বাহী সম্পাদক: নাজমুল হাসান সাগর | প্রধান কার্যালয় : ঝাড়বাড়ী, বীরগঞ্জ, দিনাজপুর | ইমেইল: [email protected]

ওয়েবসাইটের লেখা/ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।