বলিউডে শুরু হয়েছে নতুন প্রজন্মের আনাগোনা। শ্রীদেবী, অমৃতা সিং, শাহরুখ খান কন্যারা যখন লাইমলাইট কেড়ে নিচ্ছেন, তখন প্রকাশ পেল আরেক তারকা কন্যার কিছু আবেদনময়ী ছবি। ছবিতেই স্পষ্ট, বলিউডের ভবিষ্যত প্রজন্মকে টেক্কা দিতে নিজেকে তৈরি করে নিয়েছেন তিনি। কিন্তু কে তিনি? তার পরিচয় জানুন এই প্রতিবেদন থেকে।

 

সারা আলি খান, জাহ্নবী, সুহানা খানের মত জনপ্রিয় তারকার কন্যা পালোমা। ৮০’র দশকের অভিনেত্রী পুনম ধিলনকে কার না মনে আছে। মা-র মতোই সুন্দরী হয়েছেন তার মেয়ে পালোমা। কিন্তু লাইম লাইট থেকে একটু দূরে থাকলেও সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট উষ্ণতা ছড়াচ্ছেন এই তারকা কন্যা।

 

তার পুরো নাম পালোমা থাকেরিয়া ধিলন। ২১ বছর বয়সী এই সুন্দরী নিজের স্টাইলিস ছবিগুলো দিয়ে এরই মধ্যে নজর কেড়েছেন। ইনস্টাগ্রামে তার অনুসারীর সংখ্যা ২০ হাজারেরও বেশি। মুম্বাইয়ের যমুনাবাঈ নার্সিং স্কুলে পড়াশোনা করছেন পালোমা। বেড়ানো তার নেশা। খেলতে ভালোবাসেন ফুটবল। তার ইচ্ছে, বড় হয়ে ফুটবলার হওয়ার। বলিউডেও পা রাখবেন কিনা তা অবশ্য জানা যায়নি।

সূত্র: ডেইলি ভাস্কর

Facebook Comments

You may also like

বীরগঞ্জে ইট ভাটা মালিকের তান্ডবে নারীসহ ৭ জন হাসপাতালে

আবাদি জমির মাটি কেটে ইট ভাটায় নিয়ে যাওয়ার