মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক না গলানোর পরামর্শ দিয়ছেন ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ছেলে গুয়েরা। শনিবার জাতীয় পরিষদে নব নির্বাচিত সদস্য হিসেবে দেয়া বক্তব্যে এ পরামর্শ দেন তিনি।
গুয়েরা বলেন, অন্য দেশের কথা না ভেবে, ট্রাম্পের উচিত যুক্তরাষ্ট্রের সমস্যা সমাধানে মনোযোগী হওয়া। ওয়াশিংটন কারাকাসে সামরিক হস্তক্ষেপ চালালে তার পরিণাম ভয়াবহ হবে বলেও হুশিয়ারি দেন নিকোলাস মাদুরো গুয়েরা। দু’দিন আগে ভেনিজুয়েলার সরকার হটাতে প্রয়োজনে সামরিক হস্তক্ষেপের ঘোষণা দেন ট্রাম্প। এরপর কড়া জবাব দেয়া শুরু করে দেশটির নেতারা।
Facebook Comments