দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ৩ নং শতগ্রাম ইউনিয়নের ঝাড়বাড়ীর প্রসাদপাড়ায় রাস্তার দাবিতে অবরুদ্ধ পরিবার ও এলাকাবাসী মানববন্ধন করেছে।
৭ জুন রবিবার বেলা ১১টায় ঘন্টাব্যাপী ২০ হিন্দু পরিবারসহ অবরুদ্ধ হয়ে পড়া ৫০ পরিবারের সদস্য ও এলাকাবাসী এই মানববন্ধন করেন। মানববন্ধন শেষে ঝাড়বাড়ী ইউনিয়ন ভূমি অফিসের মূল সড়কের সামনে ৩০ মিনিট রাস্তা অবরোধ করেন অবরুদ্ধ পরিবার ও এলাকাবাসীরা।
মানববন্ধনকারীরা জানান, সম্প্রতি উপজেলার ৩ নং শতগ্রাম ইউনিয়নের প্রসাদপাড়া গ্রামের শত বছরের যান চলাচলের রাস্তা হঠাৎ করে “পশ্চিম অংশ” বন্ধ করে দেয় ওই এলাকার মৃত বানুয়া বর্মনের ছেলে মহাদেব বর্মন। ফলে ৫০টি পরিবারসহ এলকাবাসীর ব্যবহৃত চলাচলের একমাত্র পথ বন্ধ হয়ে যায়।
মানববন্ধনে শেফালী সাহা বলেন, ‘রাস্তা বন্ধ হওয়ার কারণে আমাদের সন্তানদের এক কিলোমিটার ঘুরে স্কুলে যেতে হয় এবং পাশে মন্দির আছে সেখানেও আমাদের অনেক রাস্তা ঘুরে যেতে হচ্ছে।’
একই এলাকার জগদীশ রায় বলেন, ‘আমি একজন ভ্যানচালক। রাস্তা বন্ধ হওয়ার কারণে আমার ভ্যানটি আর বাড়িতে ঢুকাতে পারি না। এখন অন্য মানুষের বাড়িতে রাখতে হয় ভ্যান। আমার জন্ম থেকেই এই সরকারি রাস্তা দেখে আসতেছি অথচ হঠাৎ করেই রাস্তা বন্ধ করে দেয়া হলো।’
প্রসাদপাড়া এলাকার আবু বক্কর সিদ্দিক বলেন, ‘আমাদের শত বছরের রাস্তা বন্ধ করে দিয়েছে বানুয়া বর্মনের ছেলে মহাদেব বর্মন। আমরা ৫০ থেকে ৬০টি পরিবার অবরুদ্ধ অবস্থায় আছি। হাট বাজার করতে পারছিনা। এখানে বের হওয়ার মতো কোন চৌরাস্তাও নেই। নিরুপায় হয়ে আজকে আমরা জীবনের ঝুঁকি নিয়ে রাস্তায় নামতে বাধ্য হয়েছি। আমরা অবরুদ্ধ পরিবারগুলো প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।’
৩ নং শতগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান কেএম কুতুব উদ্দিন বলেন, ‘আমি জন্মসূত্রেই দেখে আসতেছি এটাই ছিল প্রসাদপাড়ার প্রথম যোগাযোগের রাস্তা। রাস্তাটি বন্ধ হওয়ার কারণে ৫০ থেকে ৬০ টি পরিবারের বের হওয়ার কোনো পথ নেই। ইউনিয়নের প্রাণকেন্দ্র প্রসাদপাড়া হওয়ার কারণে এই রাস্তাটি সবচেয়ে এখন গুরুত্বপূর্ণ। আমরা ইউনিয়ন পরিষদ থেকে ওখানে গেলে মহিলা নিয়ে আসে। তাদের উচ্চবাচ্য হয়, মারামারি করতে চায়, আমরা তো ওখানে গিয়ে মারামারি করতে পারি না এবং ফোর্স এপ্লাই করতে পারিনা। এটা ম্যাজিস্ট্রেট দ্বারা সম্ভব। আমরা প্রশাসনের সহযোগিতা চাই।
এদিকে বন্ধ রাস্তার ছবি তুলতে গেলে মহাদেব, ভুট্টুসহ তাদের পরিবারের সদস্যরা সাংবাদিকদের অশ্লীল ভাষায় গালাগালসহ ক্যামরা ভাংচুরের চেষ্টা করেন।
-বীরগঞ্জ প্রতিনিধি
Facebook Comments