নৌবাহিনীর ডকইয়ার্ডকে ন্যাশনাল স্ট্যান্ডার্ড প্রদান এবং বঙ্গবন্ধু কমপ্লেক্সের উদ্বোধন করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রাম পৌঁছেছেন। সকাল সাড়ে দশটার কিছু পরে তিনি চট্টগ্রাম পৌঁছান। বিকালে দক্ষিণ চট্টগ্রামের পটিয়ায় জনসভায় ভাষণ দেয়ার পাশাপাশি বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করবেন তিনি।
এদিকে, তার আগমনকে ঘিরে দক্ষিণ চট্টগ্রাম ছিল উৎসব মুখর। দীর্ঘ ১৭বছর পর, দক্ষিণ চট্টগ্রামের পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে বিকেলে জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নেতাকর্মীরা জানান, সবাই এখন প্রধানমন্ত্রীর ভাষন শোনার জন্য অধীর আগ্রহে রয়েছেন।
Facebook Comments