নাজমুল হাসান সাগর | গ্রাম-গঞ্জে এক সময় হর হামেশাই চোখে পরতো শকুন পাখি। গোত্রীয় ভাবে হিংস্র হওয়ায় এই প্রজাতির পাখি থেকে সাধারন মানুষ সব সময় দূরে থাকতো। পরিবেশ বিপর্যয়সহ নানা কারনে এই পাখি এখন বিলুপ্তির পথে।

আজ দুপুরে এই বিলুপ্ত প্রায় পাখিটি ধরা পরেছে বীরগঞ্জ উপজেলার ভূল্লীরহাটের পুর্ব পার্শ্বে সোনা কান্দর নামক স্থান থেকে।

জানা যায়, হ্যারো চালক মিজানুর জমি চাষ করার সময় দেখতে পায় একটি বিশাল দেহি পাখি অস্বাভাবিক ভাবে মাটিতে পরে কাতরাচ্ছে। এগিয়ে গিয়ে দেখে পাখিটির মুখ থেকে লালা ঝরছে। এ থেকে পাখিটি কীটনাশক সেবন করেছে বলে তিনি সন্দেহ করছেন।

আনুমানিক আট কেজি ওজনের ওই পাখিটি এখন উদ্ধারকারি মিজানের বাড়ি কাশিমনগর গ্রামে আছে। পাখিটি এক নজর দেখার জন্যে উৎসুক এলাকাবাসী ভির জমিয়েছে মিজানের বাড়িতে।

Facebook Comments

You may also like

বীরগঞ্জে ইট ভাটা মালিকের তান্ডবে নারীসহ ৭ জন হাসপাতালে

আবাদি জমির মাটি কেটে ইট ভাটায় নিয়ে যাওয়ার