ইয়াবা ব্যবসায়ীদের তালিকায় থাকা ১১৫১ জন মাদক ব্যবসায়ী ও ৬০ জন গডফাদার হিসেবে যে তালিকা প্রকাশিত হয়েছে তা সঠিক নয় দাবি করে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে টেকনাফ উপজেলা আওয়ামী লীগ ও ছাত্রলীগ।

তাদের দাবি, তালিকায় স্থানীয় কিছু নিরপরাধ আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতার নাম এসেছে বলে দাবি করা হয়। তাদের নাম বাদ না দিলে আন্দোলনের যাবার হুমকি দিয়েছেন ক্ষমতাসীন দলটির নেতারা। সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত মাদক ব্যবসায়ীদের তালিকা করে অভিযান চালানোর দাবি করে টেকনাফের সরকার দলীয় নেতারা।

২৪ মে বৃহস্পতিবার বিকেলে টেকনাফ পৌরসভার শাপলা চত্বর এলাকায় এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়। এতে উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মী অংশগ্রহণ করেন।

সমাবেশে সাবেক সংসদ ও টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সভাপতি অভিযোগ করেন, বিভিন্ন সংবাদ মাধ্যমে ইয়াবা ব্যবসায়ীর তালিকায় উপজেলা যুবলীগ সভাপতি নুরুল আলম, জেলা যুবলীগ সহ-সভাপতি আবুল কালাম, উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সম্পাদক মাহবুব মোর্শেদ, রাশেদ মোহাম্মদ আলী সহ অনেক নিরপরাদ ব্যক্তিদের নাম সেই তালিকায় রয়েছে তা সম্পূর্ণ ষড়যন্ত্রমূলক।

তিনি আরো বলেন, যারা তালিকা করেছে তারা যদি অবৈধ মাদক ব্যবসায়ী জড়িত প্রমাণ দিতে পারে তবে আমরা নিজেরাই তাদেরকে আইনের হাতে তুলে দেব। অন্যত্থায় তারা সহ সকল নিরপরাধীদের নাম বাদ দিয়ে প্রকৃত ইয়াবা ব্যবসায়ী ও গডফাদারদের নাম তালিকাভুক্ত করার দাবি জানান তিনি।

প্রতিবাদ সমাবেশে উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নুরুল বশর বলেন, যারা প্রকৃত ইয়াবা ব্যবসায়ী তাদেরকে শাস্তি দিন। যারা আওয়ামী পরিবারের নিবেদিত সৈনিক, যারা কোনদিন মাদক ব্যবসা করেনি তাদেরকে তালিকা থেকে বাদ দিন। যদি তা করা না হয় তাহলে লাগাতার আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তিনি।

Facebook Comments

You may also like

বীরগঞ্জে ইট ভাটা মালিকের তান্ডবে নারীসহ ৭ জন হাসপাতালে

আবাদি জমির মাটি কেটে ইট ভাটায় নিয়ে যাওয়ার