স্বাগতিক তাজিকিস্তানের বিপক্ষে জয়ের মানসিকতা নিয়েই আজ এএফসি অনূর্ধ্ব-১৯ বাছাই ফুটবলে প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। হিশোর সেন্ট্রাল স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় এই ম্যাচ দিয়ে শুরু হবে ‘বি’ গ্রুপের বাছাই পর্ব।

দু’মাসও হয়নি, ভুটানের থিম্পুতে অনুষ্ঠিত সাফ অনূর্ধ্ব ১৮ ফুটবলে দুর্দান্ত খেলে রানার্সআপ হয়ে এসেছে বাংলাদেশের যুবারা। সেই দলের কোচ মাহাবুব হোসেন রক্সিই বর্তমান দলটির দায়িত্ব রয়েছেন তাজিক রাজধানী দুশানবে। গত তিন দিনে তার শিষ্যরা ভিন্ন কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেয়ার সুযোগ পাওয়ায় বাংলাদেশ কোচও আত্মবিশ্বাসী দল নিয়ে।

শক্তির ব্যবধানে এগিয়ে থাকা তাজিকিস্তান নিজেদের মাঠে চেনা সমর্থকের সামনে খেলার বাড়তি সুবিধা পেলেও নিজ দলের সামর্থ্য নিয়ে অগাধ আস্থা তার। দলের অধিনায়ক টুটুল হোসেন বাদশাও সাফের অভিজ্ঞতা ও আত্মবিশ্বাস কাজে লাগিয়ে জয় চান প্রথম ম্যাচে।

Facebook Comments

You may also like

বীরগঞ্জে ইট ভাটা মালিকের তান্ডবে নারীসহ ৭ জন হাসপাতালে

আবাদি জমির মাটি কেটে ইট ভাটায় নিয়ে যাওয়ার