বীরগঞ্জ নিউজ ডেস্কঃ
‘অপরূপ বীরগঞ্জ’ বীরগঞ্জের তরুনদের স্বপ্ন পুরণের অবাধ প্রান্তর। বীরগঞ্জের জন্যে ইতিবাচক পরিবর্তনের স্বপ্নে বিভোর থাকে অপরূপ বীরগঞ্জের তরুণদের চোখ। অপরূপ বীরগঞ্জের তরুণরা মনে করেন,সময় ও সভ্যতার পরিবর্তণ এসেছে আর তার সাথে তাল মিলিয়ে মৌলিকতা বজায় রেখে পরিবর্তন হতে হবে নিজেদের।
অপরূপ বীরগঞ্জের স্বাপ্নিক তরুণরা তাই খুজে খুজে বীরগঞ্জের নানা ইতিবাচক পরিবর্তনের দিকগুলো তুলে ধরার চেষ্টা করে। শুধু পরিবর্তন তুলে ধরেই তারা ক্ষ্যান্ত থাকেন এমন নায়। তারা নিজেরাও বীরগঞ্জের মতো একটি উপজেলার পরিবর্তনের কারিগর হিসেবে তৈরী করতে চান নিজেদের।
এরই ধারাবাহিকতায় অপরূপ বীরগঞ্জের মিডিয়া ও সাইবার টিম কাজ করেছে ‘বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের’ একটি ইতিবাচক ও সামল্যমন্ডিত পরিবর্তন নিয়ে। এই অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনটি তাদের চোখে দেখাতে চেয়েছে কিভাবে একটি সরকারী হাসপাতাল সিজার ছাড়া শতভাগ প্রসুতি সেবা দেওয়া যায় ও দিতে হয়।
প্রায় পাঁচ মিনিটের একটি ভিডিও তথ্যচিত্রে ‘অপরূপ বীরগঞ্জ’ মিডিয়া ও সাইবার টিম দেখাতে চেয়েছে দায়িত্বশীলদের একটু স্বদিচ্ছা আর সচেতনতাই পারে বছরের পর বছর ধরে চলে আসা অনিয়ম,অন্যায় ও দূর্ভোগ।
তথ্যচিত্রটি পরিকল্পনা ও পরিচালনা করেছেন তৌফিক রয়েল। চিত্রগ্রহণ ও সম্পাদনা করেছেন ইচমুন বর্মণ। তথ্যচিত্রটি সমন্বয় করেছেন বদরুল আলম বকুল আর সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন আতিক হাসান সবুজ।
বিস্তারিত জানতে ভিডিও লিংকে ক্লিক করুনঃ
Facebook Comments