রেজাউল সরকার রনি | প্রতিবছরের ন্যায় এবছরেও বীরগঞ্জ বাড়বাড়ীর অতঃপর থিয়েটারের ১৮তম প্রযোজনায় মঞ্চস্থ হতে যাচ্ছে নাটক ”পাগল” । বিজয় দিবস উত্তর অনুষ্ঠানে উক্ত নাটকটি রচনায় এবং নির্দেশনায় রয়েছেন উত্তরবঙ্গের মঞ্চ-নাটক সম্রাট বিকাশ দেবনাথ ।
গতরাতে অতঃপর থিয়েটারে গিয়েছিলাম নাটকটির অনুশীলন পর্ব দেখতে । অপেক্ষার প্রহর শেষে শুরু হয় অনুশীলন পর্ব । অভ্যন্তরীন কিছু দর্শক আর অভিনেতাদের ভিড়ে উপভোগ করি সম্পূর্ণ নাটক । নাটকটি মূলত স্বাধীনতা যুদ্ধের উপাখ্যান নিয়ে । যুদ্ধের আহ্বান আর দেশের প্রতি অদম্য ভালোবাসা এ নাটকের মূলভাব ।
এ পৃথিবীতে আমরা সবাই পাগল । তবে কেউ গান নিয়ে, কেউ প্রেম নিয়ে আবার কেউ দেশপ্রেম নিয়ে । কেউ আবার সত্যিকার অর্থেরই পাগল । এ চার পাগল নিয়েই নাটকের প্রথম দৃশ্য শুরু । মূল পাগলের চরিত্রে দেখা যাবে উত্তরবঙ্গের দুর্দান্ত অভিনেতা যিনি যেকোন চরিত্রকেই নিজের সাথে মানিয়ে নিতে পারেন তিনি হলেন ঝাড়বাড়ী মহাবিদ্যালয়ের বাংলা প্রভাষক গোলাম রব্বানী ।
গান পাগলের চরিত্রটিতে দেখা যাবে মঞ্চ-নাটকে এক লুপ্ত-প্রায় মুখ যাকে এখন নাটকে আর সচরাচর দেখা যায়না কিন্তু অভিনয় অতুলনীয় এমনই একটি মানুষ সৈয়দ আতাউর রহমান । দেশের বা মানবসেবার প্রতি যার মন সর্বদা উৎসর্গীয়, মোঃ মতিউল ইসলাম । নাটকে দেখা যাবে তাকে একজন দেশপ্রেমিকের চরিত্রে । চার পাগলের আরেক পাগল প্রেম পাগল ।
তার অভিনয় দর্শকদের কাছে পূর্বেই সমাদ্রিত । প্রেম পাগল চরিত্রটি আর তার বাহ্যিক সৌন্দর্য্যে নিয়ে পরিপূর্ণ । তিনি হলেন এবছরে আখম হাসানের সাথে ”গিট্টু সেলিম” নাটকে অভিনয় করা তাসমী বারী । এছাড়া শঙ্কর দেবনাথ, শামীম ইসলাম, সাইফুল ইসলাম এবং মানুষ হিসেবেও যিনি রসিক নাটকেও রসিক চরিত্রে অভিনয় করবেন জাহিদ হাসান ।
এসকল মানুষ দর্শকদের কাছে পরিচিত । কিন্তু এবার দুটো নতুন মুখ দেখা যাবে । ফারিয়া তাসমিন এবং অন্যানা দেবনাথ । বয়সে অনেক ছোট হলেও অভিনয় দেখে মনেই হবে না তারা মাধ্যমিকে পড়া ছাত্রী । এত কম বয়সেই তাদের অভিনয় প্রোফেশনাল অভিনেতাদের মত যা চোখ কপালে তোলা মত ।
আগামী পহেলা জানুয়ারী নাটকটি উপস্থাপন করার পর দর্শকদের কাছে তারাও প্রশংসীত হবে এটা তাদের অনুশীলনের পর্বে অভিনয় দেখে আগেই বলা যায়। সব শেষে বলা যায়, পাগল চরিত্রে যে চার জন অভিনেতাকে পরিচালক নির্বাচন করেছেন সেটা খুব জুতসই ও দর্শকনন্দিত হবে।
Facebook Comments